লেনদেন বাড়লেও সূচক কমেছে ডিএসইতে

লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 11:05 AM
Updated : 11 March 2019, 11:05 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ২৪ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮ দশমিক ৪৫ পয়েন্ট।

সোমবার ঢাকায় ৫০৬ কোটি ৮৪  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৪৬২কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

তবে সোমবার সিএসইতে লেনদেন বেড়েছে।  এদিন ১৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ২৩ কোটি ৪৮ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৯ দশমিক ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৮পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮ দশমিক ৪৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৪৬৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১৪২ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।