সূচক বেড়ে সপ্তাহ শুরু

মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। তবে লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2019, 11:05 AM
Updated : 10 March 2019, 11:05 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১০ দশমিক ০৬ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৯১ দশমিক ৩১ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৪৬২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের ষে দিন বৃহস্পতিাবারের চেয়ে ৩০ কোটি টাকা কম।

বৃহস্পতিবার এই বাজারে ৪৯১ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১১২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইর অন্য দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট ববেকে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্প‌তিবার এই বাজারে মাত্র ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।