লেনদেন কমেছে পুঁজিবাজারে

লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2019, 11:06 AM
Updated : 6 March 2019, 11:06 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকা লেনদেন হয়েছে।

লেনদেনের এই অংক আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। মঙ্গলবার এই বাজারে ৫৭৫ কোটি ১৮ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন হয়েছিল।

অিপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ১৯ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৪ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৬ দশমিক ৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৩ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

অপরদিকে বুধবার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪২২ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।