এবি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন -বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 12:22 PM
Updated : 5 March 2019, 12:22 PM
মঙ্গলবার বিএসইসির ৬৭৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৭ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি; যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক কোম্পানির ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল এবং আরএসএ ক্যাপিটাল লিমিটেড।