সূচক বেড়ে সপ্তাহ শুরু

মূল্যসূচক কিছুটা বেড়ে সপ্তাহ শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 11:54 AM
Updated : 3 March 2019, 11:54 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৮ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬৬২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৬৮৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

ডিএসইএক্স ১১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৩ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০০২ দশমিক ৪২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ১১ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০১ দশমিক ৯১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।