গ্লাক্সোস্মিথক্লাইনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লাক্সোস্মিথক্লাইন বিনিয়োগকারীদের জন্য প্রতি শেয়ারে ৫৩ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 08:56 AM
Updated : 27 Feb 2019, 08:56 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদেশি এ কোম্পানি ২০১৮ সালে সমাপ্ত বছরের জন্য প্র‌তি শেয়া‌রে ৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০১৬ সালে ৫৬ টাকা মুনাফা করলেও গত বছর লোকসান দেখিয়েছে এ কোম্পানি। এবছর তাদের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৫৩ টাকা।

বুধবার দিন শেষে এ কোম্পানির শেয়ার ১৩৮৬ টাকায় লেনদেন হয়েছে।

গ্লাক্সোস্মিথক্লাইনের বার্ষিক সাধারণ সভা ২৫ এপ্রিল ২০১৯ এবং রেকর্ড ডেট ২১ মার্চ ২০১৯।

সাড়ে চার দশক ধরে বাংলাদেশে ব্যবসা চালিয়ে আসা এ কোম্পানি গতবছর জুলাই মাসে চট্টগ্রামে তাদের ওষুধ উৎপাদন কারখানা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানায়।

এরপর গত ডিসেম্বরে এ কোম্পানি জানায়, বাংলাদেশে তাদের ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার তারা ইউনিলিভারের কাছে বিক্রি করে দিচ্ছে।     

ইউনিলিভারের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, বাংলাদেশে গ্লাক্সোস্মিথক্লাইনের কনজিউমার হেলথকেয়ার ইউনিটের ব্যবসার ৮২ শতাংশ তারা নগদ ১৬০ কোটি টাকায় কিনে নিচ্ছে।