রয়েল টিউলিপ সী পার্লের আইপিও অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ তোলার অনুমতি পেয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটিডে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 05:25 PM
Updated : 19 Feb 2019, 05:25 PM

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ অনুমোদন দেয়া হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টি পুঁজিবাজর থেকে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজর থেকে টাকা নিয়ে হোটেলের রুমের আসবাবপত্র ক্রয় ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার করা হবে। এছাড়া বাকি টাকা দিয়ে জমি ক্রয় ও আইপিও ব্যয় নির্বাহ করা হবে।

কোম্পানিটির ২০১৮ সালের ৩০ জুন নিট শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৮ পয়সা।

শেষ তিন বছেরের ভারিত গড় হিসাব করলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে ৪১ পয়সা।

২০০৯ সালের ২৬ মে প্রাইভেট কোম্পানি হিসাবে গঠিত সী পার্লের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর।

এরপরে ২০১৭ সালের ১৪ নভেম্বর প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকোফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।