সিএসই৫০ সূচক সমন্বয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই৫০ সূচক সমন্বয় করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 11:57 AM
Updated : 19 Feb 2019, 11:57 AM
তালিকাভুক্ত কোম্পানিগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনার করে এই সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানের ৫০ কোম্পানি থেকে ২টি বাদ পড়েছে। সেই জায়গায় নতুন ২টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে।

৩ মার্চ থেকে সমন্বয় করা এই সূচক কার্যকর হবে।

যুক্ত হওয়া কোম্পানি ২টি হল মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা ব্যাংক। আর বাদ পড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক ও অরিয়ন ফার্মা।

সমন্বয় শেষে সিএসই৫০ সূচকের কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিকালস , গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মাসিউটিকালস, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইনডাসট্রিজ, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, লঙ্কা বাংলা ফাইনান্স, আইডিএলসি ফাইনান্স, আল-আরাফাহ ব্যাংক, ওয়ান ব্যাংক, এসিআই, এবং এমজেএল বাংলাদেশ।

অন্য কোম্পানিগুলো হচ্ছে, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্মিম ব্যাক, পদ্মা অয়েল, যমুনা অয়েল, সোশাল ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টিলস, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সিওরেন্স, ঢাকা ব্যাংক, ইউনিক হোটেল, কেপিসিএল, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল , আরএকে সিরামিকস, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, সিঙ্গার বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা ব্যাংক।

সিএসই৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের ৬০ দশমিক ৭০ শতাংশ। এছাড়া ফ্রি-ফ্লোট হিসাবে বাজার মূলধনের ৬৪ দশমিক ২০ শতাংশ এই কোম্পানিগুলোর দখলে।

আর এই কোম্পানিগুলোর দখলে রয়েছে মোট লেনদেনের ৩০ দশমিক ১০ শতাংশ।