সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে

মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 11:33 AM
Updated : 19 Feb 2019, 12:10 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্টের বেড়েছে।

তবে লেনদেন ৬০০ কোটি  টাকার ঘরে নেমে এসেছে। মঙ্গলবার এই বাজারে ৬১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবারের তুলনায় যা ২৭৯ কোটি ৯০ লাখ টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেন ছিল ৮৯১ কোটি ৬৬ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৫ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ ৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৮ দশমিক ০৫ পয়েন্টে।

এই বাজারে মঙ্গলবার ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের চেয়ে ১২ কোটি ৬০ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।