আইডিএলসির ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০১৮ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 11:49 AM
Updated : 18 Feb 2019, 12:06 PM

অর্থাত্ ১২ মার্চ রেকর্ড পর‌্যন্ত যে সব শেয়ারহোল্ডারের বিও অ্যাকাউন্টে আইডিএলসির যতো শেয়ার থাকবে প্রতিটির জন্য  ৩ টাকা ৫০ পয়সা করে পাবেন তারা।

রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এ প্রস্তাব অনুমোদন করা হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১৭ পয়সা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।