সূচক বেড়ে সপ্তাহ শুরু

মূল্যসূচক বেড়ে সপ্তাহ শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজার। তবে লেনদেন বেশ খানিকা কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 10:56 AM
Updated : 17 Feb 2019, 10:56 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫১ দশমিক ৭৫ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে। রোববার ঢাকায় ৭২৫ কোটি  ৪৯  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ কার‌্যদিবস বৃহস্পতিবার এই বাজারে ৯৩২কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৩৪ কোটি ১৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৫ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩২পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫১ দশমিক ৭৫পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৬৫৪ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১২২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।