লেনদেন বেড়ে সপ্তাহ শেষ

লেনদেন বেশ খানিকটা বেড়ে সপ্তাহ শেষ করল বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 11:07 AM
Updated : 14 Feb 2019, 11:07 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৩২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বুধবারে চেয়ে ২২০ কোটি টাকা বেশি।

বুধবার এই বাজারে ৭১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ৩৪ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ২১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৫০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১১ দশমিক ৪৪ পয়েন্টে।

তবে ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৯ দশমিক ০৮ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩ দশমিক ৫৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৬০২ দশমিক ২৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ১০৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।