সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 10:23 AM
Updated : 13 Feb 2019, 10:23 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্টের বেশি।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে। বুধবার ঢাকায়  ৭১২ কোটি  ৬৫  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৯০১কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে ২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২৯ কোটি ৮১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪৮ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১  দশমিক ৭৪পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১১পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ দশমিক ৭২পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৫৯৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৮ টির, কমেছে ৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।