একদিন বেড়েই হোচট পুঁজিবাজারে

একদিন বেড়েই ফের দরপতন হয়েছে বাংলাদেরে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 12:09 PM
Updated : 5 Feb 2019, 12:09 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার মূলসূচকের পাশপাশি লেনদেনও কমেছে বাজারে।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্টের  মতো।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০০ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে থেকেই বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়। ভোটের পর বেশ কয়েকদিন বেশ তেজিভাব ছিল বাজারে।

কিন্তু ৩০ জানুয়ারি চলতি ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পর ফের দরপতনের ধারায় ফিরে আসে বাজার। সোমবার কিছুটা বাড়লেও মঙ্গলবার আবার দরপতন হয়েছে বাজারে। 

মঙ্গলবার ডিএসইতে ৭০৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সোমবারের তুলনায় ১৮২ কোটি ৪০ টাকা কম।

সোমবার এই বাজারে ৮৮৯ কোটি ৫ লাখ টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ দশমিক ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ৮০০ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ ৩ দশমিক০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন সোমবারের তুলনায় ৩ কোটি ৮১ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।