লেনদেন-সূচক কমেছে পুঁজিবাজারে

লেনদেন-সূচক কমেছে কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 11:12 AM
Updated : 28 Jan 2019, 11:12 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ২২ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্টের বেশি।

মূল্যসূচকের পাশপাশি দুই বাজারেই লেনদেন কমেছে। সোমবার ঢাকায় এক হাজার ৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

রোববার এই বাজারে এক হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার সিএসইতে ৩৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৫৩ কোটি ৬৬ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২১৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৩২ দশমিক ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৪ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭  দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ দশমিক ৪৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৮ হাজার ১৫৩ দশমিক ৩৫ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ১৭২টির। আর অপরিবর্তিত রয়েছে ২২টির দর।