সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 10:08 AM
Updated : 27 Jan 2019, 10:08 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫০ বেশি।

তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে। রোববার ঢাকায় এক হাজার ১৯৮ কোটি ৫৭  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে এক হাজার ৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৩৯ কোটি ১০ লাখ টাকা।

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর থেকেই বাংলাদেশের পুঁজিবাজার চাঙ্গা। দু-একদিন ছাড়া প্রায় প্রতিদিনই বাড়ছে সূচক।

ভোটের পর দুই বাজারেই লেনদেনেও বেশ গতি এসেছে। বেশিরভাগ দিন ডিএসইতে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৯টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৩৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক  দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫০ দশমিক ০২ পয়েন্ট; সূচক হয়েছে ১৮ হাজার ২১৭ দশমিক ৭৯ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।