আরেকটি ‘ভালো’ সপ্তাহ গেলো পুঁজিবাজারে

আরেকটি ‘ভালো’ সপ্তাহ পার করল বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 11:43 AM
Updated : 24 Jan 2019, 11:43 AM

এই সপ্তাহে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চড়েছে ১২৫ পয়েন্টের মতো। আর ভোটের পর এই সূচকে যোগ হয়েছে ৫৬৫ পয়েন্ট।

পাঁচ দিনের চার দিনই বেড়েছে এই সূচক। লেনদেনও হয়েছে হাজার কোটি টাকার উপরে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রায় ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫০ পয়েন্টে।

একই চিত্র দেখা গেছে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই)।

৩০ ডিসেম্বরের  জাতীয় নির্বাচনের পর থেকেই বাজার চাঙ্গা। দু-একদিন ছাড়া প্রায় প্রতিদিনই বাড়ছে সূচক।

ভোটের পর দুই বাজারেই লেনদেনেও বেশ গতি এসেছে। বেশিরভাগ দিন ডিএসইতে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার

৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক বুধবারের ৭ কোটি ৬৮ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক  দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩ দশমিক ৬৭ পয়েন্ট; সূচক হয়েছে ১৮ হাজার ২৬৫ দশমিক ৮৩ পয়েন্ট।

লেনদেনে হয়েছে ৩৯ কোটি ১০ লাখ টাকা। যা আগের দিন থেকে ৮ কোটি ৬৬ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, কমেছে ১০২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।