চাঙ্গা পুঁজিবাজার: ভোটের পর ডিএসইক্স বেড়েছে ৫০০ পয়েন্ট

মূল্যসূচকের পাশপাশি লেনদেনও বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 11:09 AM
Updated : 23 Jan 2019, 11:09 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ পয়েন্টের মতো।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০০ পয়েন্টের বেশি।

৩০ ডিসেম্বরের  জাতীয় নির্বাচনের পর থেকেই বাজার চাঙ্গা। দু-একদিন ছাড়া প্রায় প্রতিদিনই বাড়ছে সূচক। ভোটের পর ডিএসইএক্স প্রায় ৫০০ পয়েন্ট বেড়েছে।

১ জানুয়ারি ডিএসইর এই সূচক ছিল ৫ হাজার ৪৩০ পয়েন্ট। বুধবার তা ৫ হাজার ৯২৫ পয়েন্টে উঠেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ভোটের পর দুই বাজারেই লেনদেনেও বেশ গতি এসেছে। বেশিরভাগ দিন ডিএসইতে হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে।  

সিএসইর সূচক ও লেনদেনও বেড়েছে একই গতিতে ।

বুধবার ডিএসইতে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক মঙ্গলবারের চেয়ে ১৫৪ কোটি ৫৯ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

বুধবার নিয়ে চলতি সপ্তাহে চার দিনের তিন দিনই সূচক বাড়ল দুই বাজারে। এদিন তালিকাভুক্ত ৩০ ব্যাংকের মধ্যে সবগুলোর দামই বেড়েছে।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৫ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএস৩০ ১৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১১ কোটি ৮২ লাখ টাকা বেশি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২১২ দশমিক ১৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।