লেনদেন-সূচক কমেছে পুঁজিবাজারে

লেনদেন ও সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 11:13 AM
Updated : 21 Jan 2019, 11:13 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৫৯ দশমিক ৩০ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৮১ দশমিক ৬২ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক রোববারের চেয়ে ৮৩ কোটি ৫৭ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ ৮ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১৮ কোটি ৯৬ লাখ টাকা কম।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৮১ দশমিক ৬২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।