সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সূচক কমলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 10:57 AM
Updated : 17 Jan 2019, 10:57 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন বুধবারের চেয়ে বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১১ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকায়। যা বুধবারের চেয়ে ১ ১১ কোটি ৪ লাখ ৩২ হাজার টাকা বেশি।

সিএসইতে ৫০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯ পয়েন্টে।

৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪ শতাংশ বা ১১৮টির, কমেছে ৫৭ শতাংশ বা ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশ বা ৩২টির।

অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৫৮ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।