রকিবুর রহমান ডিএসইর পরিচালক থাকছেন

রকিবুর রহমান আরও তিন বছর বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক থাকছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 02:05 PM
Updated : 2 Jan 2019, 02:25 PM
ডিএসইতে ৫ জন করে শেয়ারহোল্ডার পরিচালক থাকেন। এই পাঁচ জনের মধ্য থেকে প্রতি বছর একজন বিদায় নেন।

সেই বিদায়ী পরিচালকের পরিবর্তে একজন নতুন পরিচালক নির্বাচিত হন।

ডিমিউচ্যুয়ালাইজেশনের আগে তিন মেয়াদে ডিএসইর সভাপতির দায়িত্ব পালন করা  রকিবুর রহমান ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

তিন বছর পূর্ণ হওয়ায় সেই পদে ২৪ জানুয়ারি নির্বাচন হবে। ওই পদে রকিবুর রহমান ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনিই আবার পরিচালক হতে চলেছেন।

এ প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, “আমাকে সবাই অনুরোধ করায় আবার আমাকে এই পদে থাকেতে হচ্ছে।”  

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। শেষ দিন পর্যন্ত ওই পদে বর্তমান পরিচালক রকিবুর রহমান ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।