ভোটের আগে চাঙ্গা পুঁজিবাজার

বছরের শেষ এবং জাতীয় নির্বাচনের আগে চাঙ্গাভাব দেখা দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2018, 12:10 PM
Updated : 27 Dec 2018, 11:08 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৫০ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩২ পয়েন্টের বেশি।

দুই বাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। বেড়েছে লেনদেনের পরিমাণ।

২০১৮ সাল এবং ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে বৃহস্পতিবার হবে পুঁজিবাজারে শেষ লেনদেন।

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন এবং ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা চার দিন (শুক্রবার থেকে সোমবার) পুঁজিবাজার।

পুঁজিবাজার বিশ্লেষক ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ)সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে (বুধবার) যারা শেয়ার বিক্রি করেছেন তারা আর টাকা এ বছর পাবেন না।কালকে (বৃহস্পতিবার) যারা বিক্রি করবেন তারাও পাবেন না।

“যাদের টাকা দরকার ছিল ইতোমধ্যেই তারা টাকা তুলে নিয়েছেন।আজকে শেয়ার বিক্রর চাপ কম ছিল; কেনার চাপ ছিল বেশি।কেনার চাপ বেশি থাকায় শেয়ারের দাম বেড়েছে।”

বুধবার ডিএসইতে ৩৮৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় ৩০ কোটি ৮২ লাখ টাকার বেশি।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৯ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৬১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক মঙ্গলবারের চেয়ে ২৮ কোটি ৮৬ লাখ টাকা বেশি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১৬ হাজার ৩৫৭ দশমিক ৮১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।