সূচক বেড়েছে পুঁজিবাজারে

মূলসূচক বেড়েছে বাংলাদেশেল পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 11:10 AM
Updated : 24 Dec 2018, 11:12 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৫৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে ৩৫৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্যদিকে সিএসইতে ২৯ কোটি ৯১  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩০ কোটি টাকা ৭৮ লাখ  টাকা কম।

রোববার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ৬৯ লাখ টাকা।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০০ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ০৮পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২২৪ দশমিক ৬৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৩ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির দর।