লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 10:27 AM
Updated : 19 Dec 2018, 10:27 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে দশমিক ২৩ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক মঙ্গলবারের তুলনায় ৬৩ কোটি ৮৪ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪২ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৩৬ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ১১ কোটি ০৮ লাখ টাকা বেশি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১৬ হাজার ৪৭ দশমিক ৪৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।