ভোটের কারণে লেনদেনে খরা পুঁজিবাজারে

ভোটের কারণে লেনদেনে খরা চলছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 01:55 PM
Updated : 18 Dec 2018, 01:55 PM

বিজয় দিবসের কারণে ১৬ ডিসেম্বর রোববার পুঁজিবাজার বন্ধ ছিল। সোমবার দুই বাজারেই দরপতন হয়। মূল্যসূচক পাশাপাশি লেনদেনও ৩০০ কোটি টাকায় নেমে আসে।

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও মূল্যসূচক সেই তলানীতেই; ৩০০ কোটি টাকার কিছুটা বেশি।

বাজার বিশ্লেষক ডিএসই বোকার্স এসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাই বাজার ‘পর‌্যবেক্ষণ’ করছে। চিন্তাভাবনা করে দেখেশুনে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। সে কারণেই লেনদেন কম।

নির্বচনের পর লেনদেনের পাশপাশি বাজারে গতি আসবে বলে করেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ দশমিক ০০ পয়েন্ট । অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯৭ দশমিক ১৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটির পর সোমবার ডিএসইতে ৩১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনের ঐ অংক ছিল নয় মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২৮ মার্চ ডিএসইতে ৩১৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সোমবারের মতো মঙ্গলবারও ডিএসইতে লেনদেন সেই তলানীতেই রয়ে গেছে।  এদিন ৩৩৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৪৯৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১০৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৩ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ১৬ লাখ টাকা বেশি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১৬ হাজার ৪৭ দশমিক ২৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।