সূচক কমেছে পুঁজিবাজারে

লেনদেন সামান্য বাড়লেও মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 10:13 AM
Updated : 12 Dec 2018, 10:13 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩ দশমিক ১৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৮৭ কোটি ৪৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।

মঙ্গলবার এই বাজারে ৪৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্যদিকে বুধবার সিএসইতে ১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ৭৫ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৫ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১০ দশমিক ৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪২ দশমিক ৭৯ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৫৯ দশমিক ৭০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।