দাম বাড়ার কারণ জানে না জুট স্পিনার্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের দর কোনো কারণ ছাড়াই বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 10:58 AM
Updated : 11 Dec 2018, 10:58 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।  

জুট স্পিনার্সের শেয়ারের দাম ৭ দিনে বেড়েছে ৩৬ শতাংশ। ২ ডিসেম্বর এই শেয়ারটির দাম ছিল ১০৫ টাকা ১০ পয়সা। ১০ নভেম্বর তা বেড়ে ১৪১ হাজার ৫০ পয়সায় বিক্রি হয়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে সোমবার কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই।

সেই নোটিশের জবাবে মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার মতো কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।