পুঁজিবাজারে দরপতন

লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 10:38 AM
Updated : 11 Dec 2018, 10:40 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ দশমিক ৯৩ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪০ দশমিক ৪৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি ২১ লাখ টাকা কম।

সোমবার এই বাজারে ৫৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইতে ১৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৮৬ লাখ টাকা কম।আগের দিন লেনদেন ছিল ২৫ কোটি ৬১ লাখ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৫ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪৮ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৬২ দশমিক ৮৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪২ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির দর।