সূচক কমলেও লেনদেন বেড়েছে

মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 12:08 PM
Updated : 10 Dec 2018, 12:08 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ দশমিক ৫৩ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৩ দশমিক ৯৩ পয়েন্ট।

ডিএসইতে ৫৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক রোববারের তুলনায় ৫০ কোটি ৮৯ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ দশমিক ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৫ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৫ কোটি ৪২ লাখ টাকা বেশি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৬ হাজার ২০৩ দশমিক ৩৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।