দরপতনে সপ্তাহ শুরু

দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করল বাংলাদেশেল পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 11:33 AM
Updated : 9 Dec 2018, 11:33 AM

সপ্তাহের প্রথম দিন রোববার দুই বাজারেই মূল্যসূচক কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের এই অংক গত সপ্তাহের শেষ দিন বৃহস্প‌তিবারের তুলনায় ২ কোটি ৭৫ লাখ টাকা বে‌শি।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৬ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন বৃহস্পতিবারের তুলনায় কম।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৫৭ দশমিক ২৫ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির দর।