লেনদেনের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 10:46 AM
Updated : 6 Dec 2018, 10:46 AM
বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৮ টাকা ১০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৫২ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি শীর্ষ ১০ দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৫ শতাংশ, এমবি ফার্মার ৭ দশমিক ৪৯ শতাংশ, সোনালী আঁশের ৭ দশমিক ৪৪ শতাংশ, ইনটেক লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ, আনলিমাইয়ার্ন ডাইংয়ের ৭ দশমিক ১২ শতাংশ, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৬ দশমিক ২৫ শতাংশ, ন্যাশনাল টির ৫ দশমিক ১৩ শতাংশ, রেকিট বেনকিজারের ৫ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।