পুঁজিবাজারে দরপতন

কয়েক দিন কিছুটা চাঙ্গাভাবে থাকার পর ফের দরপতনের ধারায় ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 10:39 AM
Updated : 6 Dec 2018, 10:39 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। এর আগে চলতি সপ্তাহের চার দিনই চাঙ্গাভাব লক্ষ্য করা যায় দুই বাজারে।

এই চার দিনে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮০ পয়েন্টের বেশি বেড়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স ২৮ পয়েন্টের বেশি কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১০৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৫১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক বুধবারের তুলনায় ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা কম।

বুধবার এই বাজারে ৬৮০ কোটি টাকার মত লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ২০২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩২ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৭ কোটি ৬৫ লাখ টাকা কম।

বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭৭ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩২৬ দশমিক ১৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।