পুঁজিবাজারের উন্নয়নের জন্য মুহিতকে সংবর্ধনা

পুঁজিবাজারের উন্নয়নের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 07:27 PM
Updated : 4 Dec 2018, 07:27 PM

মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মুহিত বলেন, “২০১০ সালে শেয়ারবাজার ধসের পরে বিএসইসি পুনর্গঠন করা হয়, যে কমিশনের কয়েক বছর কেটেছে সংস্কারের মধ্যে। এক্ষেত্রে কমিশন দক্ষতা ও সক্ষমতার প্রমাণ রাখছে।”

তিনি বলেন  “বর্তমান কমিশন পুঁজিবাজারকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছে। বিশেষ করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কাজ ভালোভাবে হচ্ছে।”

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, “পুঁজিবাজার এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান অর্থমন্ত্রীর। তার নির্দেশনায় স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন হয়েছে।”

পুঁজিবাজারে সবাইকে আস্থা রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “শেয়ারবাজারে আইনগত ভিত্তি ও কাঠামো তৈরি হয়েছে। এরমাধ্যমে পুঁজিবাজারের ভিত্তি মজবুত হয়েছে।”

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আশাদুল ইসলাম, বিএসইসির কমিশনারগনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।