পুঁজিবাজারে চাঙ্গাভাব

চাঙ্গাভাবে ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 11:36 AM
Updated : 4 Dec 2018, 11:37 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলভার দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৬ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৮৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক আগের দিনের চেয়ে ১৩৩ কোটি ৬২ লাখ টাকা বেশি।

সোমবার এই বাজারে ৫৪৯ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৮৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৮ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৫ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৫ কোটি ৭২ রাখ টাকা বেশি।

সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৫ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১৬ হাজার ৩৯৯ দশমিক ৮৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।