বগুড়ায় জমি কিনবে ইফাদ অটোস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেড বগুড়ার কাহালোতে ৭১ একরের বেশি জমি কিনবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 11:34 AM
Updated : 25 Nov 2018, 11:34 AM

যার দাম পড়বে ৭৮ লাখ ৩৫ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

ইফাদ গ্রুপের সহযোগী কোম্পানি ইফাদ অটোস । পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বাংলাদেশে গাড়ি বাজারজাত করে।

ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি বগুড়ার কাহালোতে ৭১ দশমিক ৫০ ডেসিমেল জমি কিনবে।জমি ক্রয়ে কোম্পানিটির ৭৮ লাখ ৩৫ হাজার টাকা খরচ হবে।

জমি রেজিষ্ট্রেশন ফি ও অন্যান্য খরচসহ এই টাকা ব্যয় হবে।