পুঁজিবাজারে দরপতন

লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 10:32 AM
Updated : 25 Nov 2018, 10:32 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্টের মতো।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১০০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই অংক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ১৬ কোটি ৮১ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৬ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৭৮ লাখ ৪৯ হাজার টাকা কম।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৯ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৫ দশমিক ৮৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।