চার কোম্পানির দাম বাড়ার কারণ খুঁজতে তদন্ত কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিন -বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 01:58 PM
Updated : 22 Nov 2018, 01:58 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি চারটি হল- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, স্টাইলক্রাফট, ফাইন ফুডস এবং নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং।

বেশ কিছু দিন ধরে এই চার কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছিল। কেনো বেড়েছে; কোন কারসাজি হয়েছে কিনা- এ সব খতিয়ে দেখতেই তদন্ত কমিটি করেছে করেছে বিএসইসি।

ডিএসইর তথ্য পর‌্যালোচনায় দেখা যায়, ১৭ সেপ্টেম্বর ইনফর্মেশন সার্ভিসেসের শেয়ার দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা। ৫ নভেম্বর ২৩ টাকা ৬০ পয়সা বেড়ে হয় ৪৩ টাকা।শতাংশ হিসেবে এই দেড় মাসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১২১ দশমিক ৬৫ শতাংশ বেশি।

৫ নভেম্বর স্টাইলক্রাফটের শেয়ার দর ছিল ৬৯৭ টাকা। ২০ নভেম্বর এর দাম বেড়ে দাঁড়ায় ১২৮৭ টাকা ৪০ পয়সা।

২৮ অক্টোবর ফাইন ফুডসের দর ছিল ৩২ টাকা ৮০ পয়সা। ২০ নভেম্বর এর দাম বেড়ে ৩৯ টাকা ২০ পয়সা হয়।

নর্দার্ণ জুটের শেয়ার দর ২৩ অক্টোবর ছিল ৫৯২ টাকা ৯০ পয়সা। ২০ নভেম্বর ২৭০ টাকা ৩০ পয়সা বা ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৬৩ টাকা ২০ পয়সায়।