লেনদেন কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 10:29 AM
Updated : 22 Nov 2018, 10:29 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ দশমিক ১১ পয়েন্ট ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪২ দশমিক ২৩ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫৫২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬৪ কোটি ৫০ লাখ টাকা কম।

মঙ্গলবার এই বাজারে ৭১৭ কোটি ১৫ লাখ টাকার মত শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৫ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ দশমিক ২৩পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৮৪ দশমিক ৬৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২১৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।