পুঁজিবাজারে চাঙ্গাভাব

মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 10:29 AM
Updated : 20 Nov 2018, 10:29 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্টের মতো।

অফর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  বেড়েছে ১০৬ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭১৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৯০ লাখ টাকা কম।

সোমবার এই বাজারে ৮০৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১২৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৮ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।।

 সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৪২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।