দুই বাজারেই বেড়েছে দর

সপ্তাহের প্রথম দিনে সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 10:16 AM
Updated : 18 Nov 2018, 10:17 AM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ দশমিক ৪৩ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৩ দশমিক ৮২ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৮ লাখ ৫৮ হাজার টাকা বেশি।

বৃহস্পতিবার এই বাজারে ৫৫৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৬ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই  ৭৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১২৯ দশমিক ৩৩ পয়েন্টে।

এই বাজারে লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।