১৩০ শতাংশ লভ্যাংশ দিয়েও দর কমেছে যমুনা অয়েলের

প্রতি শেয়ারে ১৩ টাকা লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 11:05 AM
Updated : 15 Nov 2018, 12:13 PM

কিন্তু এরপরও প্রতিষ্ঠানটির শেয়ারের দর পড়ে গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের সরকারি এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

প্রতি শেয়ারে ১৩০ শতাংশ লভ্যাংশ মানে ১০ টাকা অবিহিত মূল্যের প্রতি শেয়ারে ১৩ টাকা লাভ দেয়া হবে।

এদিকে শেয়ারপ্রতি ১৩ টাকা লভ্যাংশ ঘোষণার পরও বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দর ৫ টাকা ৮০ পয়সা কমেছে।

বুধবার শেয়ারটির ছিল ১৯৩ টাকা ৬০ পয়সা। বৃহস্পতিবার তা ১৮৭ টাকা ৮০ পয়সায় নেমে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা।

শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭০ টাকা ৩৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে।

২৭ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সরকারি মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান যমুনা পেট্রোলিয়াম লিমিটেড জ্বালানি তেল বিপণনের কাজে নিয়োজিত।