এপেক্স ট্যানারির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প  খাতের কোম্পানি এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫০০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 11:03 AM
Updated : 14 Nov 2018, 11:03 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা।

 

গত বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৪০ পয়সা। যা ৮ পয়সার ৫ গুন বা ৫০০ শতাংশ বেশি।

জমি কিনবে এপেক্স ট্যানারি

জমি কেনার ঘোষণা দিয়েছে এপেক্স ট্যানারি। বুধবার ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানিয়েছে, ঢাকার সাভারে ১৩ ডেসিমেল জমি কেনা হবে; খরচ হবে ৮৮ লাখ ৫৩ হাজার টাকা।