১০০% লভ্যাংশ দিয়েও দর কমেছে ইস্টার্ন লুব্রিকেন্টসের

১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেও দর কমেছে ইস্টার্ন লুব্রিকেন্টসের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 03:16 PM
Updated : 11 Nov 2018, 03:16 PM
রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৭-১৮ আর্থিক বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে লভ্যাংশ ঘোষণার এ তথ্য প্রাশ করা হয়।

প্রতি শেয়ারে ১০০ শতাংশ লভ্যাংশ মানে ১০ টাকা অবহিত মূল্যের প্রতি শেয়ারে ১০ টাকা দেয়া হবে।

কিন্তু এই ঘোষণার পরও রোববার ইস্টার্ন লুব্রিকেন্টসের ১০০ টাকার বেশি কমে গেছে। গত সপ্তাহের শেষ দিন এর দর ছিল ১ হাজার ৪৩০ টাকা। রোববার তা ১ হাজার ৩২৪ টাকায় বিক্রি হয়েছে।

 

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ২৩ পয়সা।

শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৯ টাকা ৩১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৯ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।