সিএসইর এজিএমে ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 01:47 PM
Updated : 8 Nov 2018, 01:47 PM

বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জটির চট্টগ্রামের প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারন সভায় (এজিএম) এই অনুমোদন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এজিএমে সভাপতিত্ব করেন সিএসই চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন। এতে সিএসইর পরিচালক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, আইয়ুব ইসলাম, এস এম সালামাত উল্লাহ ভুইয়া, মির্জা সালমান ইস্পাহানি, প্রদীপ পাল, মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহাজাদা মাহমুদ চৌধুরী, মোহাম্মদ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার এবং সচিব রাজিব সাহা উপস্থিত ছিলেন।

এজিএমে শেয়ারহোল্ডাররা ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরচিালক মোহাম্মদ ছায়েদুর রহমানকে নতুন পরিচালক নির্বাচিত করেন।