এডিএনের কাট-অফ প্রাইস ৩০ টাকা
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2018 07:37 PM BdST Updated: 03 Sep 2019 07:21 PM BdST
এডিএন টেলিকমের কাট-অফ প্রাইস ৩০ টাকা নির্ধারিত হয়েছে।
Related Stories
বৃহস্পতিবার বিডিংএর জন্য নির্ধারিত ওয়েবসাইটে https://www.essbangladesh.com/login.xhtml তথ্য জানা যায়।
সোমবার বিকাল ৫টায় শুরু হওয়া বিডিং বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ হয়।
এই দরে নিলামে অংশ নেওয়া যোগ্য বিনিয়োগকারীরা ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কিনতে পারবেন। আর তার থেকে ১০ শতাংশ কমে অর্থাৎ ২৭ টাকায় ২১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবে ইস্যু (আইপিও) করা হবে।

প্রতিষ্ঠানটির নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার বরাদ্দ আছে।
বিডিংয়ে ৬০০ জন বিডার সর্বোচ্চ ৪৫ টাকা থেকে সর্বনিম্ন ১৫ টাকার মধ্যে দর প্রস্তাব করেছেন। মোট ৪১৪ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকার দর প্রস্তাব করেছেন।
গত ১৪ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন -বিএসইসি কোম্পানিটির বিডিংয়ের অনুমাদন দেয়।
এডিএন টেলিকম শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এরমধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ