লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

তিন দিনের টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2018, 12:01 PM
Updated : 7 Nov 2018, 12:02 PM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই বাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে। বেড়েছে বেশিরবাঘ কোম্পানির শেয়ার দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৩৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫১ পয়েন্ট।

রোববার ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমার মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছিল। সোমবার পড়ে ১৪ পয়েন্টের বেশি। মঙ্গলবার কমে ২০ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৪৫ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৮০টির। অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশ‌মিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।