দুই ব্যাংকের ১৪০০ কোটি টকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 02:50 PM
Updated : 6 Nov 2018, 02:50 PM
মঙ্গলবার সংস্থার ৬৬৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংক দুইটি হল- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

এরমধ্যে ইউসিবির ৮০০ কোটি টাকা এবং শাহজালাল ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

বিএসইসি ব্যাংকটির ৮০০ কোটি টাকার রিডেম্বল নন-কনভার্টেবল ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে।

৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, কূপন-বেয়ারিং, আনসিকিউর্ড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড।

সাত বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

শাহজালাল ইসলামী ব্যাংক

ব্যাংকটির ৬০০ কোটি টাকার মুদারাবা রিডেম্বল ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে।

৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড।

সাত বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।