১৩ শতাংশ বেশি মুনাফা এডিএনের
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018 11:16 PM BdST Updated: 03 Nov 2018 11:23 PM BdST
বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম সেরা প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড ২০১৮ সালে ১৩ শতাংশ বেশি মুনাফা করেছে।
প্রতিষ্ঠানটির ২০১৮ সালের ৩০ জুনের নিরিক্ষিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে যাওয়া এডিএন টেলিকমের এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে প্রতিষ্ঠানটি নিট মুনাফা করেছে ১১ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৮২৩ টাকা। ২০১৭ সালে এই মুনাফার পরিমাণ ছিল ১০ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৯৯৭ টাকা ।
এ হিসাবে মুনাফা বেড়েছে ১২ দশমিক ৯৩ শতাংশ।
শেয়ার প্রতি মুনাফা ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬৭ পয়সা।
প্রযুক্তি খাতে দেশের প্রথম সারির সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে এডিএন টেলিকমের সুনাম রয়েছে। কোম্পানিটি দেশ ও বিদেশের গ্রাহকদের ডাটা, ভয়েস এবং ইন্টারনেট সেবা দিয়ে থাকে।
তথ্যপ্রযুক্তি খাতের নবম প্রতিষ্ঠান হিসেবে এডিএন টেলিকম পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে।
বর্তমানে ৮ টি প্রতিষ্ঠান এ খাতে তালিকাভুক্ত আছে ।
পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৫৭ কোটি টাকা তুলবে এই প্রতিষ্ঠানটি।
শেয়ারের দর ঠিক করতে ৫ নভেম্বর বিকাল ৫ টা থেকে ৮ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত ৭২ ঘন্টা চলবে বিডিং।
৫৭ কোটি টাকার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্ধ ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।

২০১৮ সালে এডিএন টেলিকম লিমিটেড আয় করেছে প্রায় ৮৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ২৩৫ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
আয়ের এই হিসাব অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের তৃতীয় বড় কোম্পানি হতে যাচ্ছে এডিএন। তালিকাভুক্ত কোম্পানির মধ্যে আমরা টেকনোলজিস আয় করে প্রায় ১১১ কোটি টাকার মত, আর তালিকাভুক্ত ইনফরমেশন টেকনোলজিস কনসালটেন্ট আয় করে প্রায় ৯৯ কোটি।
তবে মুনাফার হিসাব করলে সর্বশেষ হিসাবে এডিএন টেলিকম হবে পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত দ্বিতীয় বৃহত্তম কোম্পানি।
আমরা টেকনোলজিস এর শেয়ার পুঁজিবাজরে বর্তমানে ২৭ টাকায় লেনদেন হচ্ছে আর ইনফরমেশন টেকনোলজিস কনসালটেন্ট এর শেয়রে লেনদেন হচ্ছে ৪৩ টাকায়।
২০১৮ সালে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমান হয়েছে ১৪২ কোটি ৮৬ লাখ টাকা। শেয়ার প্রতি সম্পদের পরিমান ১৮ টাকা ৮০ পয়সা।
২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ এই ৫ বছরের মুনাফা এবং শেয়ার হিসাব করলে ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি মুনাফা হবে ২ টাকা ১৩ পয়সার।
এডিএন টেলিকম লিমিটেডের ছয় সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন আসিফ মাহমুদ। ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন পদাধিকার বলে পর্ষদের সদস্য। বাকিরা সবাই উদ্যোক্তা পরিচালক।
-
পঞ্চম দিনে গড়াল পতন
-
পি কে হালদারের ২ কোম্পানির শেয়ারদর বাড়ল সর্বোচ্চ
-
পুঁজিবাজারে সূচক পতন চলছেই
-
ডিএসইতে বড় পতন
-
পুঁজিবাজারে সূচক পতনের ধারা
-
পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে কাঙ্খিত অর্থ জমা না পড়ায় অসন্তোষ
-
সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমল ৭৮ পয়েন্ট
-
‘বন্ধ’ বিও থেকে বিদেশিদের শেয়ার বিক্রি, ব্যাখ্যা চাইল বিএসইসি
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ