পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের চতুর্থ দিন সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 10:29 AM
Updated : 31 Oct 2018, 10:30 AM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৩৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৭৮ লাখ টাকা কম।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশ‌মিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কম অবস্থান করছে ১৬ হাজার ১৯১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দর।