বড় দরপতনে শুরু সপ্তাহ

সূচক আর লেনেদেনে চাঙ্গাভাব নিয়ে দেশের দুই পুঁজিবাজারের গত সপ্তাহের কার্যক্রম শেষ হলেও ছুটির পর প্রথমদিনটি ছিল দরপতনের। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 10:55 AM
Updated : 28 Oct 2018, 10:55 AM

রোববার এ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক-লেনদেন, দুইই কমেছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৭০ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২১৭ পয়েন্ট।

ডিএসইতে ৩৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (গত বৃহস্পতিবার) চেয়ে ৫৩ কোটি ৩৮ লাখ টাকা কম।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে অধিকাংশরই, অর্থাৎ ২৪৭টির দাম কমেছে। 

বাকিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ৭০ পয়েন্ট কমে পাঁচ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে এক হাজার ২১০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ২৩ দশ‌মিক ২২ পয়েন্ট কমে এক হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টকে রোববার ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩০ পয়েন্টে।

এখানে লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।